Ajker Patrika

সিঙ্গাইরে ১ লাখ ২০ মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

সিঙ্গাইর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৫১
সিঙ্গাইরে ১ লাখ ২০ মিটার নিষিদ্ধ জাল ধ্বংস

মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা প্রশাসন অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার ও ১০০ পিছ নিষিদ্ধ চায়না জাল জব্দ কর হয়। গতকাল বুধবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। তারা হলেন, উপজেলার আটিপাড়া গ্রামের জাল ব্যবসায়ী শ্রী অনাথ (৪৫) ও শ্রী প্রভাস(৫০)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ব্যবসায়ী ও জেলেদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত