Ajker Patrika

শিবালয় উপজেলা জাসদের সভা

শিবালয় প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৯
শিবালয় উপজেলা জাসদের সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শিবালয় উপজেলা শাখার উদ্যোগে যৌথ প্রতিনিধি সভা ও তিন নেতার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার দুপুরে শিবালয় উপজেলা পরিষদের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

জাসদ মানিকগঞ্জ জেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রনবীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি প্রধান অতিথি ছিলেন। উপজেলা জাসদ সভাপতি কেএম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। জেলা জাসদ সাধারণ সম্পাদক আসলাম হোসেন খান বাবু, সহসভাপতি কবি সামুসুল হক, জেলা কৃষক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও ডা. মজিবুর রহমান বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, স্বাধীনার পর এ দেশের মানুষের মৌলিক অধিকার আদায় ও সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাসদ প্রতিষ্ঠা লাভ করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে বহু নেতা-কর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে অভিষ্ট লক্ষে পৌঁছানোর জন্য জাসদ কাজ করে চলেছে। কোনো সরকারের দুর্নীতি ঢাকার জন্য জাসদ সমর্থন দেবে না।

এ ছাড়া শিবালয় উপজেলা প্রয়াত কৃষকজোট নেতা আব্দুস সালাম ঠান্ডু, যুবজোট নেতা আব্দুল্লাহ আল ফারুক ও জাসদ নেতা মো. আনিস হোসেনের কর্মময় জীবনী নিয়ে আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ পেশ ইমাম মাওলানা মো. আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত