Ajker Patrika

শিশুসন্তানকে বাঁচিয়ে ট্রেনে কাটা পড়লেন মা

টঙ্গী প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ০৫
Thumbnail image

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত ও তাঁর ৪ বছরের শিশুসন্তান আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম তাহমিনা বেগম (৩৮)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের আওয়াল হোসেনের মেয়ে। তাহমিনা টঙ্গী পূর্ব বর্ণমালা এলাকার বাড়া বাসায় থাকতেন।

জানা যায়, গতকাল সকালে বাজারে কেনাকাটা শেষে শিশুপুত্রকে নিয়ে সকাল পৌনে ৯টার দিকে বনমালার বাসায় ফিরছিলেন মা। শিশুপুত্রকে নিয়ে বনমালা রেলগেটের কিছু দক্ষিণে রেলপথ অতিক্রম করছিলেন তাহমিনা। এ সময় ঢাকাগামী দ্রুতগতির টাঙ্গাইল কমিউটার ট্রেনটি কাছে এসে পড়লে তাহমিনা তার শিশুপুত্রকে ধাক্কা দিয়ে রেলপথের দূরে সরিয়ে দিয়ে নিজেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন। এ সময় শিশুসন্তান আরমান আহত হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। পরে আরমানকে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী রেলওয়ের ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত