Ajker Patrika

সেই ডিলারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

সাটুরিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ০২
সেই ডিলারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত

সাটুরিয়ায় ডিলার মেসার্স অনিল চন্দ্র সাহা ট্রেডার্সের কার্ডধারীদের পচা চাল বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা খাদ্যবান্ধব ও মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাটুরিয়া উপজেলা খাদ্যনিয়ন্ত্রক শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫ সেপ্টেম্বর ‘ডিলারের বিরুদ্ধে পচা চাল বিতরণের অভিযোগ’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। ওই দিনই একটি তদন্ত টিম গঠন করেন সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম বলেন, ‘তদন্ত টিম ডিলারের বিরুদ্ধে ভালো চালের সঙ্গে পচা চাল বিতরণের অভিযোগের সত্যতা খুঁজে পায়। পরে উপজেলা খাদ্যবান্ধব ও মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ওই ডিলারের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত