গণহত্যা নাকি রাজনৈতিক প্রহসন
জিনজিয়াং প্রদেশের উইঘুর, খাজাক এবং অন্য সংখ্যালঘু নাগরিকদের ওপর চীন ‘গণহত্যা’ চালিয়েছে এবং মানবতাবিরোধী অপরাধ করেছে বলে রায় দিয়েছেন ‘দ্য উইঘুর ট্রাইব্যুনাল’ নামের যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি ট্রাইব্যুনাল। ব্রিটিশ আইনজীবী স্যার জিওফ্রে নাইসকে প্রধান করে গঠিত ট্রাইব্যুনালটি গত বৃহস্পতিবার এ রায় ঘো