Ajker Patrika

রুয়ান্ডা গণহত্যার ‘হোতা’ বাগোসোরার মৃত্যু হলো কারাগারে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ১২
রুয়ান্ডা গণহত্যার ‘হোতা’ বাগোসোরার মৃত্যু হলো কারাগারে

রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে। 

থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'

রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত