রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে।
থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'
রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।
রুয়ান্ডা সেনাবাহিনীর সাবেক কর্নেল থিওনেস্টে বাগোসোরা (৮০) মারা গেছেন। তিনি ১৯৯৪ সালে ৮ লাখ মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মালির একটি কারাগারে বন্দী ছিলেন। আজ রোববার ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণহত্যা সংঘটিত হওয়ার সময় বাগোসোরা রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় দায়িত্বে ছিলেন। ১৯৯৪ সালের ৬ এপ্রিল রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী উড়োজাহাজ লক্ষ্য করে গুলি করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টসহ উড়োজাহাজে থাকা সবাই নিহত হন। এরপর শুরু হয় গণহত্যা। মাত্র ১০০ দিনে প্রায় ৮ লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করা হয়। দোষী সাব্যস্ত হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে প্রথমে আজীবন কারাদণ্ড দেয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৩৫ বছর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মালির কারা প্রশাসনের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি নিশ্চিত তাঁর (বাগোসোরা) বয়স ৮০ বছরের বেশি হয়েছিল। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়েছে।
থিওনেস্টে বাগোসোরার ছেলে আচিল বিবিসিকে বলেন, 'থিওনেস্টে বাগোসোরার মৃত্যু হয়েছে। বামাকোর একটি হাসপাতালে তিনি হার্টের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।'
রুয়ান্ডায় গণহত্যা চলার সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান ছিলেন জেনারেল রোমিও ডালেয়ার। তিনি বাগোসোরাকে গণহত্যার ‘মূল হোতা’ বলে বর্ণনা করেন। তিনি জানান, থিওনেস্টে বাগোসোরা তাঁকেও হত্যার হুমকি দিয়েছিলেন।
দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে। ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধা-অনাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে অনাহার-অপুষ্টিতে অনেকেই মারা গেছে। এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ৬ হাজারের বেশি...
৭ মিনিট আগেআনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
১৪ ঘণ্টা আগে