Ajker Patrika

গণহত্যার নাটক ‘শোণিতপুরাণ’ মঞ্চস্থ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ১০
গণহত্যার নাটক ‘শোণিতপুরাণ’ মঞ্চস্থ

কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে গণহত্যার নাটক ‘শোণিতপুরাণ’ মঞ্চস্থ হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ডাকবাংলো চত্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ নাটক মঞ্চস্থ হয়।

জানা গেছে, ১৯৭১ সালের ১৩ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক উপজেলার হাতিয়া ইউনিয়নে গণহত্যা সংঘটিত হয়। ওই দিন প্রায় ৭ শতাধিক নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। হাতিয়া গণহত্যা অবলম্বনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়াত আহম্মেদ রচিত ও হাবিব মাসুদ নির্দেশিত গণহত্যার পরিবেশ নাটক ‘শোণিতপুরাণ’ মঞ্চস্থ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত