Ajker Patrika

তিয়েনআনমেনে গণহত্যার স্মরণে নির্মিত ভাস্কর্য সরিয়ে ফেলল হংকং বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ১২
তিয়েনআনমেনে গণহত্যার স্মরণে নির্মিত ভাস্কর্য সরিয়ে ফেলল হংকং বিশ্ববিদ্যালয়

হংকং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মিত দুই দশকেরও বেশি পুরোনো একটি ভাস্কর্য সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্যটি ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মরণে নির্মাণ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনাসভায় ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থের জন্য আইনি পরামর্শ এবং ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে বিশ্ববিদ্যালয়টির কাউন্সিল ভাস্কর্যটি সংরক্ষণের জন্য অনুরোধ করেছে, যাতে পরবর্তী আইনি পরামর্শের ভিত্তিতে যেকোনো পদক্ষেপ নেওয়া যায়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাস্কর্যটি অপসারণের জন্য কর্মীরা কয়েক ঘণ্টা কাজ করেছেন। তাঁরা গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করে একটি কাভার্ড ভ্যানে নিয়ে যান। 

তামার তৈরি ৮ মিটার বা ২৬ ফুট উঁচু ভাস্কর্যটি ‘দ্য পিলার অব শেইম’ নামে পরিচিত। ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়ট ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে ভাস্কর্যটি স্থাপন করেন। 

গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয়। ওই সময় গ্যালশিয়ট ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তকে নিষ্ঠুর সমাধি ধ্বংসের শামিল বলে মন্তব্য করেন। 

বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। এতে কয়েক হাজার মানুষ নিহত হলেও চীন সরকারের দাবি, এতে মাত্র ২০০ জন নিহত হয়। নিহত বিক্ষোভকারীদের স্মরণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত