হংকং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মিত দুই দশকেরও বেশি পুরোনো একটি ভাস্কর্য সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্যটি ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মরণে নির্মাণ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনাসভায় ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থের জন্য আইনি পরামর্শ এবং ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়টির কাউন্সিল ভাস্কর্যটি সংরক্ষণের জন্য অনুরোধ করেছে, যাতে পরবর্তী আইনি পরামর্শের ভিত্তিতে যেকোনো পদক্ষেপ নেওয়া যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাস্কর্যটি অপসারণের জন্য কর্মীরা কয়েক ঘণ্টা কাজ করেছেন। তাঁরা গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করে একটি কাভার্ড ভ্যানে নিয়ে যান।
তামার তৈরি ৮ মিটার বা ২৬ ফুট উঁচু ভাস্কর্যটি ‘দ্য পিলার অব শেইম’ নামে পরিচিত। ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়ট ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে ভাস্কর্যটি স্থাপন করেন।
গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয়। ওই সময় গ্যালশিয়ট ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তকে নিষ্ঠুর সমাধি ধ্বংসের শামিল বলে মন্তব্য করেন।
বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। এতে কয়েক হাজার মানুষ নিহত হলেও চীন সরকারের দাবি, এতে মাত্র ২০০ জন নিহত হয়। নিহত বিক্ষোভকারীদের স্মরণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।
হংকং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মিত দুই দশকেরও বেশি পুরোনো একটি ভাস্কর্য সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্যটি ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মরণে নির্মাণ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনাসভায় ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থের জন্য আইনি পরামর্শ এবং ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়টির কাউন্সিল ভাস্কর্যটি সংরক্ষণের জন্য অনুরোধ করেছে, যাতে পরবর্তী আইনি পরামর্শের ভিত্তিতে যেকোনো পদক্ষেপ নেওয়া যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাস্কর্যটি অপসারণের জন্য কর্মীরা কয়েক ঘণ্টা কাজ করেছেন। তাঁরা গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করে একটি কাভার্ড ভ্যানে নিয়ে যান।
তামার তৈরি ৮ মিটার বা ২৬ ফুট উঁচু ভাস্কর্যটি ‘দ্য পিলার অব শেইম’ নামে পরিচিত। ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়ট ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে ভাস্কর্যটি স্থাপন করেন।
গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয়। ওই সময় গ্যালশিয়ট ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তকে নিষ্ঠুর সমাধি ধ্বংসের শামিল বলে মন্তব্য করেন।
বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। এতে কয়েক হাজার মানুষ নিহত হলেও চীন সরকারের দাবি, এতে মাত্র ২০০ জন নিহত হয়। নিহত বিক্ষোভকারীদের স্মরণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে