Ajker Patrika

উইঘুর গণহত্যায় চীনকে অভিযুক্ত করে স্বাধীন ট্রাইব্যুনালের রুল 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ২৬
উইঘুর গণহত্যায় চীনকে অভিযুক্ত করে স্বাধীন ট্রাইব্যুনালের রুল 

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালানোর দায়ে চীনকে অভিযুক্ত করে রুল দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক একটি অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল। আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার উইঘুর ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন ও নিপীড়ন চালানোর মানসিকতা থেকেই চীনা কর্তৃপক্ষ তাদের ওপর জন্মনিয়ন্ত্রণসহ অন্যান্য বাধ্যতামূলক বিভিন্ন পদক্ষেপ চাপিয়ে দিচ্ছে। চীনা কর্তৃপক্ষের এমন পদক্ষেপ কার্যত গণহত্যা।

উইঘুর ট্রাইব্যুনালের প্রধান এবং মানবাধিকারবিষয়ক প্রখ্যাত আইনজীবী স্যার জিওফ্রে নাইস বলেন, উইঘুর মুসলিম সংখ্যালঘুদের জনসংখ্যা কমাতে চীনা সরকার তাদের ওপর জন্মনিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপ বাধ্যতামূলক চাপিয়ে দিচ্ছে। ট্রাইব্যুনালের সবাই প্রশ্নাতীতভাবেই এ বিষয়ে একমত হয়েছে যে, চীনা সরকার উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে।

যুক্তরাজ্যের স্বাধীন এই ট্রাইব্যুনালের চীন সরকারকে শাস্তি দেওয়ার কোনো এখতিয়ার নেই। এ ছাড়া কোনো সরকারের সমর্থনও নেই এই ট্রাইব্যুনালে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী সরকারগুলোকে চীনের এই অন্যায়ের বিরুদ্ধে এক হতে সহায়তা করবে। 

চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় ১০ লাখ উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে বেইজিং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত