ভোট নিয়ে বিভক্ত বিদেশি দূতেরাও
কি সরকারে, কি বিরোধী দলে—যেখানেই থাকুন না কেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং এসব দলের প্রভাবশালী নেতারা কখনো প্রকাশ্যে, আবার কখনো গোপনে যোগাযোগ রক্ষা করে চলেন ঢাকায় অবস্থান করা বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে। তাঁদের এই যোগাযোগ হয় রাষ্ট্রদূত, মিশনপ্রধান থেকে শুরু করে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে। আবার র