Ajker Patrika

গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে: ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে: ড. কামাল হোসেন

দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বরেণ্য সাংবাদিক ‘আতাউস সামাদ স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে তাঁর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কামাল হোসেন বলেন, ‘স্বৈরাচারেরা সব সময় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে চায়। সেটা আগেও যেমন হয়েছে, এখনো হচ্ছে। এই গণতন্ত্রকে রক্ষার জন্য আতাউস সামাদের মত সাংবাদিকদের জেলে পর্যন্ত যেতে হয়েছে। সত্য কথা বলতে হলে, উচিত কথা বলতে হলে ঝুঁকি নিতে হয়। বর্তমানেও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে সেই ঝুঁকি নিতে হবে।’

সভাপতির বক্তব্যে আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান বলেন, ‘রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থেকে যেভাবে আতাউস সামাদ সংবাদ সংগ্রহ করতেন তা থেকে সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। তাঁকে গ্রেপ্তার করা হলে গোটা দেশের মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল। তার বস্তুনিষ্ঠতা, নির্মোহ সাংবাদিকতা সবার জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।’

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, দল মতের ঊর্ধ্বে সাংবাদিকতা করতেন আতাউস সামাদ। এ রকম বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ সাংবাদিক বিরল। সবাইকে তিনি আপন করে নিতেন।

সোহরাব হোসেন আক্ষেপ করে আরও বলেন, এটা এখন ঠিক যে স্বৈরাচারের পতন হলেও দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এক্ষেত্রে সাংবাদিকদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

কীভাবে আতাউস সামাদ স্বৈরাচারকে সংজ্ঞায়িত করেছেন ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁর বই ‘এ কালের বয়ান’ থেকে সেই অংশ পড়ে শোনান সামিয়া চৌধুরী।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সাংবাদিকেরা যাতে সত্য থেকে সরে না আসেন সে আহ্বান জানান বক্তারা। সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা ও সরেজমিন সাংবাদিকতায় ফিরে এলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত