Ajker Patrika

রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী পলিটেকনিকের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

৬ দফা দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার ইনস্টিটিউটের প্রধান ফটকসহ ছয়টি দপ্তরে তালা দেন তাঁরা।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হয়। কর্মকর্তারা বের হয়ে গেলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।

এর আগে গতকাল রোববার পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে এক সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন।

এ ছাড়া মঙ্গল ও বুধবার দুই দিন নগরীর রেলগেট ও ভদ্রা মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘণ্টা অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী সালমান আহম্মেদ তুষার বলেন, কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন। এরই অংশ হিসেবে তাঁরা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবু হানিফের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত