Ajker Patrika

গণতন্ত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নোমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতন্ত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘গণতন্ত্র ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। জনগণ ও যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার। অতএব এই বিশ্বাসঘাতক সরকারের হাতে জনগণকে আর থাকতে দেওয়া যায় না। জনগণ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তন সরকারের পরিবর্তন, আশা আকাঙ্ক্ষার পরিবর্তন।’   

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন আব্দুল্লাহ আল নোমান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। 

 আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পরিণতি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা স্বাধীন পতাকার জন্য আমরা লড়াই করেছিলাম। সেই পতাকা শুধু বহন করে নিয়ে যাওয়ার জন্যই স্বাধীনতা নয় দেশের মানুষের দরকার অর্থনৈতিক মুক্তি।’ 

সরকার জোরপূর্বক ক্ষমতায় অধিষ্ঠিত আছে উল্লেখ করে নোমান বলেন, ক্ষমতার জোরের সঙ্গে অপকর্ম করছে। তারা লুটেরা, দেশের অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংস করেছে। চুরি করেছে। ডাকাতি করেছে। 

দেশের গণতন্ত্র রক্ষার জন্য বিরোধী দলের তিনটি কাজ থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমত সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, দ্বিতীয়ত এগুলো পত্র পত্রিকায় আলোচনা সমালোচনার মাধ্যমে তুলে ধরা আর সেভাবেও না হলে সর্বশেষ সেই ক্ষমতার বিরুদ্ধে লড়াই ও তাদের ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন। আমরা সর্বশেষ ধাপে এসে পৌঁছেছি এখন আমাদের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’ 

এই সরকার বিরোধী দলের কোনো সহযোগিতা মানেনি বলে অভিযোগ করেন আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘গণ লুটেরা অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য এই সরকার কিছু মানেনি।’ 

তারেক রহমানের নীতিকে মেনে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা আমাদের চারজন সহকর্মীকে হারিয়েছি, এই রক্তাক্ত পথ দিয়ে হেঁটেই আমরা আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনব। গত কয়েক বছর ধরে বিরোধী দল হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আজ এমন একটা সময়, জনগণের সম্পৃক্ততায় এই আন্দোলন এখন সরকার পতনের আন্দোলন।’ 

জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘এমন কোনো অপকর্ম নেই যেখানে পুলিশ, ছাত্রলীগ আর যুবলীগ জড়িত নয়। তাদের হাতে দেশের জনগণ সুরক্ষিত নয়। দেশের দুর্গতি শেষ হয়ে যাবে শেখ হাসিনার আমল শেষ হয়ে গেলে। সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলে, আল্লাহ আর সহ্য করবে না। বাঁচতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত