বটিয়াঘাটায় নজর কাড়ছে ভাসমান রেস্টুরেন্ট
বটিয়াঘাটার শোলমারী সেতুর নিচে কাজীবাছা নদীতে সম্প্রতি চালু করা হয়েছে ভাসমান একটি রেস্টুরেন্ট। নজরকাড়া এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে ‘মেঘবিন্দু ভাসমান রেস্টুরেন্ট’। প্লাস্টিকের ড্রাম, কাঠ, টিন ও লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা হয়েছে এটি।