Ajker Patrika

ভ্যান পেয়ে খুশি ইমান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ৫২
ভ্যান পেয়ে খুশি ইমান

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ক্যানসারজয়ী ইমান আলীকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে স্থানীয় কয়েকজন যুবকের টাকায় কেনা ভ্যানটি তাঁর কাছে হস্তান্তর করা হয়। ভ্যান পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসার জন্য সব টাকা-পয়সা হারানো ইমান আলী।

আবেগ আপ্লুত কণ্ঠে ইমান আলী বলেন, ‘চিকিৎসা করাতে গিয়ে সব টাকা-পয়সা শেষ হয়ে গেছে। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আগে যে কাজ করতাম সেটা করার মতোও অবস্থা নেই। তখনই স্থানীয় কয়েকজন মিলে একটি ভ্যান উপহার দিলেন। যাঁরা আর্থিকভাবে সাহায্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। মনে হচ্ছে আবার নতুন জীবন শুরু হলো।’

জানা যায়, ইমান আলীর পেশায় একজন দিনমজুর ছিলেন। যৌবনকালে একাই তিন শ্রমিকের সমান কাজ করতে পারতেন। যা আয় হতো তা দিয়ে সংসার বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ জীবনে কালো ছায়া নেমে আসে। ঘাতক ব্যাধি ক্যানসার শনাক্ত হয়। গ্রামবাসী, আত্মীয়স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠন, সমাজের বিত্তবানদের সহযোগিতা এবং চিকিৎসকদের সুচিকিৎসায় ক্যানসার থেকে সুস্থ হন। তবে কোনো কাজ করতে না পারায় স্ত্রী ও দুই ছেলে নিয়ে নিদারুণ কষ্টে জীবন পার করছিলেন ইমান আলী।

এ বিষয়ে ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমরা কয়েকজন মিলে ইমান আলীর জন্য কিছু করার উদ্যোগ নিই। চিন্তা করি, এমন কিছু করতে হবে যেন সেটা দিয়ে তিনি আয় করতে পারেন। পরে পরিকল্পনা অনুযায়ী একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত