Ajker Patrika

৭০ বছরের ছেলে নিয়ে হাসপাতালে শতবর্ষী মা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২২, ১৪: ৪৯
Thumbnail image

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে গত বুধবার দুপুর পৌনে দুইটার সময় রোগীদের মধ্যে শতবর্ষী এক বৃদ্ধার সঙ্গে অপেক্ষা করছিলেন ৭০ বছরের এক বৃদ্ধ। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিনের নজরে পড়ে বিষয়টি।

চিকিৎসক বৃদ্ধ বলে সবার আগে চিকিৎসা দেওয়ার জন্য ডাকেন তাঁদের। দুজনের মধ্যে কে রোগী জানতে চাইলে বৃদ্ধা নারী জানান, তাঁর সঙ্গে বৃদ্ধ লোক। সম্পর্কের বিষয়টি তিনি আর জানতে চাননি।

এরপর ব্যবস্থাপত্র নিয়ে চলে যাওয়ার সময় ওই নারী তাঁর সঙ্গে আসা বৃদ্ধকে বলছেন, ‘ওঠ, তাড়াতাড়ি চল’। কৌতূহল বশত ডা. মোমিন নারীকে জিজ্ঞেস করেন, সম্পর্কে কে হন তিনি।

তখন ওই নারী জানান, ১০০ বছর বয়সে তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁর ৭০ বছরের ছেলেকে ডাক্তার দেখাতে। বিষয়টি জানাজানি হলে হাসপাতালে ভিড় জমে যায়। মায়ের ভালোবাসার বিরল দৃষ্টান্ত দেখে হতবাক হন সবাই।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সিদ্দিকুর রহমান বলেন, ‘হাসপাতালে এসে আজ বিরল ঘটনার সাক্ষী হলাম। মা তো মা-ই। মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না। সন্তান মাকে ছেড়ে যায়, কিন্তু মা সন্তানকে কখনোই ছেড়ে যান না।’

বিষয়টি ডা. মোমিন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিলে ছড়িয়ে পড়ে। তবে পরে অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের ঠিকানা পাওয়া যায়নি।

ডা. মকসেদুল মোমিন জানান, শতবর্ষী ওই নারীর সংসারে তাঁর সবাই আছে। তারপরেও স্বেচ্ছায় ৭০ বছরের ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিলেন চিকিৎসা করাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত