খালেদা জিয়া একা নন: মির্জা ফখরুল
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একা নন। সমগ্র জাতি তাঁর সঙ্গে আছে। কারণ, তিনি হচ্ছেন সেই প্রতীক—সেই প্রতীক হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক; তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। সুতরাং সংকটটা শুধু বেগম খালেদা জিয়ার নয়, বিপদটা বিএনপির একার নয়, এই বিপদ সমগ্র জাতির।’