Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১০: ৩২
মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

খালেদা জিয়ার নাতনি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বিএনপি। আজ রোববার সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে এই মামলা করার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, রোববার সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে দলের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা মামলা করার উদ্দেশে যাবেন। মুরাদ হাসানের নারীবিদ্বেষী বক্তব্যের কারণে বিচার চেয়ে এই মামলা করা হবে। এ ছাড়া রংপুর বিভাগ বাদে অন্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এসংক্রান্ত মামলা করা হবে। 

জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি। এরপর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন। কিন্তু কানাডায় প্রবেশ করতে ব্যর্থ হয়ে আবারও ঢাকায় ফিরছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত