Ajker Patrika

জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশের দায়িত্বে শিবলী ও বুলবুল

আজকের পত্রিকা ডেস্ক­
আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শিবলী ও সদস্যসচিব মো. বাদশা বুলবুল। ছবি: সংগৃহীত
আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শিবলী ও সদস্যসচিব মো. বাদশা বুলবুল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, স্কোয়াড্রন লিডার (অব.) চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল এবং মহাসচিব সফিকুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান চৌধুরী শিশির (নিউজিল্যান্ড), যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফীন (ভিক্টোরিয়া), মাহমুদুল হাসান (নিউ সাউথ ওয়েলস) ও ড. কামরুল ইসলাম (কুইন্সল্যান্ড)। সদস্য নির্বাচিত হয়েছেন আশিক মালেক বিপুল (ভিক্টোরিয়া), মো. মাহবুবুল আলম (নিউজিল্যান্ড), শাইরা আলম প্রিয়াঙ্কা (নিউজিল্যান্ড), নাজমুল হুদা সঞ্জু (তাসমানিয়া) এবং রাশেদ মিজান জুয়েল (নিউজিল্যান্ড)।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আহ্বায়ক কমিটি অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়াতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন এবং জিয়া সাইবার ফোর্স তাদের সঙ্গে মিলিত হয়ে বিএনপির পক্ষে একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক অবস্থান তৈরি করবে।

জিয়া সাইবার ফোর্সের অস্ট্রেলিয়া মহাদেশের আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত
জিয়া সাইবার ফোর্সের অস্ট্রেলিয়া মহাদেশের আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে একটি চক্র বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, জিয়া সাইবার ফোর্স বিএনপির বিরুদ্ধে সব মিথ্যা প্রোপাগান্ডার শক্তিশালী কাউন্টার জবাব প্রদান এবং সঠিক তথ্য প্রচার করতে পারবে। এই কমিটির সদস্যগণ বাংলাদেশের পক্ষে, বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, ইনশা আল্লাহ।’

অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে অনলাইনে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে, যা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে জিয়া সাইবার ফোর্স একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে।’

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, ‘জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশের নতুন অনুমোদিত কমিটির প্রতিটি সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমার বিশ্বাস, এই কমিটি অনুমোদনের মাধ্যমে তারা আরও নিরলসভাবে কাজ করার জন্য উৎসাহ ও উদ্দীপনা পাবেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের জন্য একটি শক্তিশালী প্রবাসী ভোটব্যাংক গঠনে জিয়া সাইবার ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত