Ajker Patrika

খালেদা জিয়ার জন্য আন্দোলনের গতি বাড়াবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
খালেদা জিয়ার জন্য আন্দোলনের গতি বাড়াবে বিএনপি

টানা এক মাস ধরে হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সুচিকিৎসায় দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন ‍চিকিৎসকেরা। পরিবারের পক্ষ থেকে বিদেশে যাওয়ার অনুমতি পেতে শেষবারের মতো আবেদন করারও এক মাস পার হয়েছে। নিয়মিত দলীয় কর্মসূচির মধ্য দিয়ে খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু সরকারের তরফ থেকে এখনো ইতিবাচক কোনো সাড়া আসেনি। এই অবস্থায় আন্দোলনের গতি বাড়ানোর কথা বলছে দলটি।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পরে তাঁর বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়েছে। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া সত্যিই গুরুতর অসুস্থ। হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এটা আমরা বহুবার বলেছি। ডাক্তাররা বলছেন অবিলম্বে তাঁকে বাইরে পাঠানো দরকার। কিন্তু এখন পর্যন্ত তারা (সরকার) কর্ণপাতই করছে না।’

এই অবস্থায় ‘শুধু কথায় হবে না’ বলে নেতা-কর্মীদের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের গতি-প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে। দুর্বার গণ-আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে মুক্ত করেই আমরা তাঁর সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে পারব।’

খালেদা জিয়ার জন্য দলে এবং দলের বাইরে থেকেও কঠোর কর্মসূচি চাওয়া হচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন দেওয়া তো দূরের কথা, আজ পর্যন্ত আমরা পাঁচজন লোকও গ্রেপ্তার হইনি। তাই বলছি আর সময় নষ্ট করার মতো সময় নেই। অনতিবিলম্বে আমাদের কর্মসূচি দিতে হবে। কেননা, এই সরকারের কাছে অনেকবার অনুনয়-বিনয় করেছি খালেদা জিয়ার মুক্তির জন্য। কিন্তু তারা কানে শোনে না। তারা চোখে দেখে না।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে গত ১১ নভেম্বর সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করেন তাঁর ভাই শামীম ইস্কান্দর। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে যায়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনে খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে গতকাল এক অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘একটু অপেক্ষা করুন, দেখবেন।’ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত