নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিতে বলা হয়, খালেদা জিয়ার জন্ম সাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্ম তারিখ ৮ মে,১৫ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর। এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সকল শিক্ষাবোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে আসে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ ওই রিট করেন।
গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিন সংক্রান্ত পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে।
যুথী আরও বলেন, বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায় আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই আসল জন্মদিন ঠিক করা হোক।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিতে বলা হয়, খালেদা জিয়ার জন্ম সাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্ম তারিখ ৮ মে,১৫ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর। এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সকল শিক্ষাবোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে আসে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ ওই রিট করেন।
গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিন সংক্রান্ত পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে।
যুথী আরও বলেন, বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায় আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই আসল জন্মদিন ঠিক করা হোক।
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) লাভলু মিয়াকে (২৮) রংপুরের কাউনিয়ায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) তাঁকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী পরিচয় দেওয়া এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা
৩ মিনিট আগেগণ-অভ্যুত্থানের বিরোধিতা করার অভিযোগে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ জন শিক্ষকসহ ৬১ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি। তাঁদের মধ্য থেকে ১৯ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার শিক্ষকদের এ শোকজ
৬ মিনিট আগেসরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১৭ সালের পল্টন থানার নাশকতার এক মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ...
৬ মিনিট আগে