Ajker Patrika

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ২০
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

সব শেষ রক্তক্ষরণের পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে এখন আর রক্তক্ষরণ না হওয়ায় তাঁর অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আগের মতোই সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের পত্রিকাকে এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত এক পেশাজীবী সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেরিয়ে আসবে। এর মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটি আন্দোলন করতে পারব। যে আন্দোলনের মাধ্যমে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। পুলিশের নির্যাতনের পরেও বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেছে।’

সরকার পতনের মাধ্যমে বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে রুহুল কবির রিজভী বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। আমরা ঘরে বসে আঙুল চুষব, আর ঘাস খাব? শিগগিরই দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন নিশ্চিত করে আমরা তাঁর সুচিকিৎসা নিশ্চিত করব।’

বিএনপির মিছিল

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে সুচিকিৎসার দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাকরাইল মোড় থেকে শান্তিনগর হয়ে কয়েকবার প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বানোয়াট মামলায় খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। উন্নত চিকিৎসা তাঁর সাংবিধানিক ও মৌলিক অধিকার। তিনি বলেন, যে আইনে খালেদা জিয়াকে সাজামুক্ত করা হয়েছে, সে আইনে বলা আছে শর্ত দেওয়া যাবে, শর্ত মুক্তও করা যাবে। আমাদের হাইকোর্ট দেখানো হচ্ছে। সহজভাবে শুধু শর্তটা তুলে দিয়ে একটা সংশোধনী দিলেই খালেদা জিয়া যেখানে ইচ্ছা চিকিৎসা নিতে পারবেন।

সাদা দলের মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। অন্যথায় প্রতিহিংসার রাজনীতির ফলাফল ভালো কিছু বয়ে আনবে না বলে উল্লেখ করেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত