Ajker Patrika

খালেদা জিয়া একা নন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৫
খালেদা জিয়া একা নন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া একা নন। সমগ্র জাতি তাঁর সঙ্গে আছে। কারণ, তিনি হচ্ছেন সেই প্রতীক—সেই প্রতীক হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক; তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ শনিবার ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) এক আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সংকটটা শুধু বেগম খালেদা জিয়ার নয়, বিপদটা বিএনপির একার নয়, এই বিপদ সমগ্র জাতির। তিনিই (খালেদা জিয়া) একমাত্র এই দেশকে রক্ষা করতে পারেন, গণতন্ত্রকে রক্ষা করতে পারেন, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে পারেন।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকার পতনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আশা করব, আমাদের এখানে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাঁরা শুধু নন, সমস্ত রাজনৈতিক দলের প্রতি অনুরোধ—তারা ঐক্যবদ্ধ হবে। ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে কোথায় ডান-বাম—এসব দেখার দরকার নেই। আজ গোটা জাতি ডুবতে যাচ্ছে। সেখানে আমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উঠে দাঁড়াতে হবে, জনগণকে উঠে দাঁড়ানোর কথা বলতে হবে। জনগণকে রাজপথে টেনে নিয়ে এসে আমাদের সোচ্চার কণ্ঠে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।’

খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করা হয়ে থাকতে পারে—এমন সন্দেহ প্রকাশ করে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, হতেও পারে যে, সরকার শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। যখন আর কোনো লাভ হবে না। সে রকম কিছু হলে সরকারকে দায়ী থাকতে হবে। সরকারকেই তার জবাব দিতে হবে।

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে দাবি না করে সরকার পতনে রাজপথে নামার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তিনি বলেন, এই অমানবিক সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে লাভ নেই। তারা (সরকার) আইনের তোয়াক্কা করে না। তারা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় রাস্তায় নামতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত