নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত পতাকা মিছিল শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা স্বীকৃতি তাঁদের দিয়েছি যাঁরা পাকবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে জিয়াউর রহমান বারবার চলে যেতে বলেছিলেন। তিনি সীমান্ত পেরিয়ে স্বামীর সঙ্গে গিয়ে মুক্তিযুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। তিনি ক্যান্টনমেন্টে থেকে যেতে নিরাপদ বোধ করেছেন। স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে থাকলে বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাঁকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে।’
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমেরিকা হচ্ছে তারা, যারা মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। বঙ্গবন্ধু নগদ পয়সায় গম এবং চাল কিনেছিলেন। সেই গম এবং চাল সময়মতো আমাদের বন্দরে এসে পৌঁছায়নি। ফলে কৃত্রিম দুর্ভিক্ষ হলো। ২৭ হাজার লোক মারা গেল। এটা কি মানবতাবিরোধী ছিল না? সেদিন আপনারা মানবতাবাদীরা কোথায় ছিলেন? একটা দল বোমা ফুটাইল, মানুষ হত্যা করল, সেটা কি মানবতাবিরোধী ছিল না? তখন আপনাদের এই সমস্ত নীতিবাক্য কোথায় ছিল?’
সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল আয়োজন করে দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালির সশস্ত্র হয়ে যুদ্ধ করাটাই বাকি ছিল।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. নাসরীন আহমাদ প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত পতাকা মিছিল শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এ মন্তব্য করেন মন্ত্রী।
মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা স্বীকৃতি তাঁদের দিয়েছি যাঁরা পাকবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে জিয়াউর রহমান বারবার চলে যেতে বলেছিলেন। তিনি সীমান্ত পেরিয়ে স্বামীর সঙ্গে গিয়ে মুক্তিযুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। তিনি ক্যান্টনমেন্টে থেকে যেতে নিরাপদ বোধ করেছেন। স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে থাকলে বীরাঙ্গনা বা মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাঁকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে।’
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমেরিকা হচ্ছে তারা, যারা মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য সপ্তম নৌবহর পাঠিয়েছিল। বঙ্গবন্ধু নগদ পয়সায় গম এবং চাল কিনেছিলেন। সেই গম এবং চাল সময়মতো আমাদের বন্দরে এসে পৌঁছায়নি। ফলে কৃত্রিম দুর্ভিক্ষ হলো। ২৭ হাজার লোক মারা গেল। এটা কি মানবতাবিরোধী ছিল না? সেদিন আপনারা মানবতাবাদীরা কোথায় ছিলেন? একটা দল বোমা ফুটাইল, মানুষ হত্যা করল, সেটা কি মানবতাবিরোধী ছিল না? তখন আপনাদের এই সমস্ত নীতিবাক্য কোথায় ছিল?’
সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল আয়োজন করে দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালির সশস্ত্র হয়ে যুদ্ধ করাটাই বাকি ছিল।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. নাসরীন আহমাদ প্রমুখ।
প্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক
৩৯ মিনিট আগেআজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
২১ ঘণ্টা আগেদুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
১ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
১ দিন আগে