ঘরে বসবাস, আঙিনায় চাষ
গত শুক্রবার উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে দেখা গেছে, cও ঘর পাওয়া মঞ্জুয়ারা খাতুন, জবেদ আলী গাজী ও রহিমা খাতুনের আঙিনায় বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেগুন, টমেটো, ভুট্টা, কুমড়া ও ধনিয়া। বেগুনগাছে ঝুলছে বেগুন, কুমড়াগাছে দেখা দিয়েছে ফুল, ফল আসার অপেক্ষায় ভুট্টাগাছ। কে