Ajker Patrika

ফসলের মাঠে মরণফাঁদ

কয়রা প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ০২
ফসলের মাঠে মরণফাঁদ

ইঁদুর ক্ষুদ্র প্রাণী হলেও কৃষকের স্বপ্নের ফসল রাতারাতি শেষ করে দিতে পারে। তাই কৃষক ইঁদুর নিধনে বেছে নিচ্ছে অবৈধ পথ। তৈরি করছে বৈদ্যুতিক তার দিয়ে ইঁদুর মারার ফাঁদ। এই ফাঁদে ইঁদুর মরার পাশাপাশি মানুষের প্রাণহানিও ঘটছে।

উপকূলীয় অঞ্চল কয়রায় বোরোর মাঠে বেড়েছে ইঁদুরের উৎপাত। ইঁদুর থেকে ফসল রক্ষা করতে কৃষক অবৈধভাবে রাতের আঁধারে বৈদ্যুতিক তার টেনে তৈরি রাখে ইঁদুর মারা ফাঁদ। আর এ ফাঁদে যেকোনো মুহূর্তে ঘটে যাচ্ছে বড় দুর্ঘটনা। গত ১০ ফেব্রুয়ারির উপজেলার বাগালি ইউনিয়নের গাজীনগর গ্রামে রাজা ও বাদশা নামে দুই ভাই তাদের বোরো ফসল রক্ষা করতে বৈদ্যুতিক তার টেনে তৈরি করে রাখে ইঁদুর মারা ফাঁদ। আর এ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে খোকন মোড়ল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।

উপজেলার সদর ইউনিয়নের হেতালখালির বিল, ২ নম্বর কয়রা, ৩ নম্বর কয়রা, ৪ নং কয়রা, মদিনাবাদ, মহারাজপুর ইউনিয়নের জদুর বিল মহারাজপুর বড় বিল, মধ্য বিল, মঠবাড়ি বিল বাগালি ইউনিয়নের মালিকালি বিল, ঠাকুরের চক, গাজিনগর বিল মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর বিল ও আমাদী ইউনিয়নে অবৈধভাবে বৈদ্যুতিক তার টেনে তৈরি করা হয় ইঁদুর মারার ফাঁদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন কৃষক জানান, রাতের আঁধারে ইঁদুর বোরোর ছোট ছোট চারা দাঁত দিয়ে কেটে নষ্ট করছে। তাই ইঁদুরের উৎপাত থেকে বোরা ফসল রক্ষা করতে এক প্রকার বাধ্য হয়ে অবৈধভাবে বৈদ্যুতিক তার টেনে ইঁদুর মারা ফাঁদ তৈরি করতে বাধ্য হচ্ছি।

কয়রা পল্লী বিদ্যুৎ অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, রাতের আঁধারে কৃষক অবৈধভাবে বিপজ্জনকভাবে বৈদ্যুতিক তার টেনে ইঁদুর মারা ফাঁদ তৈরি করছে। আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠক করে চেষ্টা করছি মানুষকে সচেতন করার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বোরোর মাঠে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় কৃষক এই বিপজ্জনক পদ্ধতি বেছে নিয়েছে। আমরা কৃষকদের নিয়ে উঠান বৈঠক করে চেষ্টা করছি এ পদ্ধতি থেকে কৃষকের ফিরিয়ে আনতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, বিপজ্জনক এ পদ্ধতি ব্যবহার করে কৃষক ইঁদুর মারছে খবর পেয়ে কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের সচেতন করার চেষ্টা করছি। কাল পরশু মাইকিং করা হবে। এরপরও কোন কৃষক বিপজ্জনক এ পদ্ধতি অব্যাহত রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত