Ajker Patrika

খুলনায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪১
Thumbnail image

খুলনার পাইকগাছা-কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিটি। গত ১ জানুয়ারি এই প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়ন হলে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছা ও কয়রার মানুষকে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেস্ট (ট্যাংক), গভীর নলকূপ, ওয়াশ ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা। 

সুপেয় পানি সংকট নিরসনে সরকারি-বেসরকারি সংস্থা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এরপরও সেখানে সুপেয় পানির সংকট রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের সঙ্গে পাইকগাছা-কয়রার নদ-নদীর সংযোগ রয়েছে। ফলে সাগরের লবণ পানি সরাসরি উপজেলাগুলোতে পৌঁছে যাচ্ছে। এতে সেখানে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত