ইউপি চেয়ারম্যানের নির্দেশে মাদ্রাসা অধ্যক্ষকে পেটানোর অভিযোগ
মাদ্রাসায় ইউপি চেয়ারম্যানকে সভাপতি না করায় তাঁর নির্দেশে আমাকে মারপিট করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে তাঁর অফিস কক্ষে তুলে নিয়ে গালিগালাজ ও মারপিট করা হয়েছে। আমার স্ত্রী পুলিশ নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করে। কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এখনো মামলা হয়নি।