Ajker Patrika

কয়রায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৮: ২২
কয়রায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রমজান আলী উপজেলার বামিয়া গ্রামের কিনু সরদারের ছেলে। সে বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রমজান আলী সাইকেল চালিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বামিয়া সরদারবাড়ি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বাসের সামনের চাকা তার মাথার ওপরে উঠে যায়। ঘটনাস্থলে মারা যায় রমজান।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে কয়রা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বাবন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত