Ajker Patrika

কয়রায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

কয়রা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২: ৩৭
কয়রায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত হয়েছে। আজ রোববার সকালে ভাঙন শুরু হয়। দুপুরে জোয়ারের পানিতে ইউনিয়নের বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ায় চরম শঙ্কায় এলাকাবাসী। তলিয়ে যেতে পারে ১০ থেকে ১২টি গ্রাম।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। তিন গ্রাম প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি। 

স্থানীয় ওয়ার্ডের মেম্বার ওসমান গনি সরদার জানান, ভোর ৪টার দিকে চরামুখা খালের একপাশের (বেল্লালের ঘেরের পাশে) রাস্তা ভাটিতে ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে মেরামত করতে না পারলে দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা প্লাবিত হতে পারে। 

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) মো. মশিউল বলেন, ওখানের বাঁধ দুর্বল ছিল। প্রায় দেড় শ মিটারের মতো ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে পানি আটকানোর মতো কিছু করা সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত