কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহারাজপুরের দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকা থেকে চিংড়িসহ আট যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক যুবকেরা হলেন ৪ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান, আসাদুল ইসলাম, মাস্তফা সানা, আসাদুল ইসলাম মিন্টু, ৪ নম্বর কয়রা গ্রামের আবুল বাসার সানা এবং মঠবাড়ি গ্রামের আনারুল, মহারাজপুর গ্রামের সাইফুল্যাহ ও মিলন গাজী।
জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ জানতে পারেন কয়েকজন যুবক সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার ভোরে দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকায় দুটি নছিমন ভর্তি ৩৭ মণ চিংড়িসহ আটজনকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন। পরে আটক যুবকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, জুন মাসের ১ তারিখ থেকে ৩ মাস সুন্দরবনের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগের সহযোগিতায় একটি চক্র প্রতিনিয়ত সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার করে উচ্চমূল্যে বিক্রি করছে।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা সুন্দরবন থেকে মাছ আহরণ করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পরে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরা জেলেদের সন্ধান দিলে তাঁদের পুরস্কারের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও ইউএনও অনিমেষ বিশ্বাস।
খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহারাজপুরের দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকা থেকে চিংড়িসহ আট যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক যুবকেরা হলেন ৪ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান, আসাদুল ইসলাম, মাস্তফা সানা, আসাদুল ইসলাম মিন্টু, ৪ নম্বর কয়রা গ্রামের আবুল বাসার সানা এবং মঠবাড়ি গ্রামের আনারুল, মহারাজপুর গ্রামের সাইফুল্যাহ ও মিলন গাজী।
জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ জানতে পারেন কয়েকজন যুবক সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার ভোরে দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকায় দুটি নছিমন ভর্তি ৩৭ মণ চিংড়িসহ আটজনকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন। পরে আটক যুবকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, জুন মাসের ১ তারিখ থেকে ৩ মাস সুন্দরবনের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগের সহযোগিতায় একটি চক্র প্রতিনিয়ত সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার করে উচ্চমূল্যে বিক্রি করছে।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা সুন্দরবন থেকে মাছ আহরণ করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পরে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরা জেলেদের সন্ধান দিলে তাঁদের পুরস্কারের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও ইউএনও অনিমেষ বিশ্বাস।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১৯ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২৫ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৪১ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে