পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষকেরা
গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশন উপজেলার আসলামপুর, মাদ্রাজ, আহম্মদপুর, হামিদপুর, হাজারিগঞ্জ, চর মণিকা, নজরুল নগরসহ পঁচিশটি এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে।