Ajker Patrika

পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষকেরা

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১: ৫৮
পানির নিচে আমনের বীজতলা, দুশ্চিন্তায় কৃষকেরা

কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চরফ্যাশন উপজেলার আসলামপুর, মাদ্রাজ, আহম্মদপুর, হামিদপুর, হাজারিগঞ্জ, চরমণিকা, নজরুল নগরসহ পঁচিশটি এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। জোয়ারের পানিতে নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা। প্রতিনিয়ত জোয়ারের চাপ বাড়তে থাকায় চরফ্যাশন উপজেলার আমনের চাষ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন। 

সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন ফুট পানির নিচে ডুবে রয়েছে আমনের বীজতলা। কয়েক দিনের টানা বৃষ্টি ও বাতাসের তীব্র চাপ থাকায় ভাটার পানি নামছে না।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে পুরো উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আসলামপুর ইউনিয়নের কৃষক আলাউদ্দিন বলেন, ‘আমি এক একর জমিতে আমন ধানের বীজ বুনেছি। চারাও গজিয়েছে। কিন্তু পাঁচ দিন ধরে জোয়ারের পানিতে সব চারা ডুবে আছে। পানি না কমলে চারার গোড়ায় পচন ধরতে পারে।’ 

মাদ্রাজ ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে এরই মধ্যে আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির কারণে জমিতে চাষ দিতে পারিনি। আমার দেড় একর জমির বীজতলা পানির নিচে ডুবে আছে। বৃষ্টি ও জোয়ারের পানি এভাবে থাকলে বীজতলার ব্যাপক ক্ষতি হবে।’ 

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (ডিভিশন-২) উপবিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিন পানি আরও বৃদ্ধি পাবে। এলাকায় ঝুঁকিপূর্ণ কোনো বেড়িবাঁধ নেই। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।’
 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন বলেন, চরফ্যাশন উপজেলায় ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। এতে উপজেলায় ৭২ হাজার ৪৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু পানির কারণে শতকরা ১৫ ভাগ বীজতলা ডুবে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘জোয়ারে বীজতলা ডুবে গেলেও ভাটায় পানি নেমে যাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত