Ajker Patrika

কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকে বাড়ছে মৌমাছির মৃত্যু: গবেষণা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩: ৩৮
কৃষিকাজে ব্যবহৃত কীটনাশকে বাড়ছে মৌমাছির মৃত্যু: গবেষণা

কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের সংমিশ্রণে তৈরি কীটনাশকে মৌমাছির মৃত্যু বাড়ছে। ৯০টি গবেষণা নিয়ে করা একটি বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। প্রত্যেকটি গবেষণাই পরিবেশের ওপর কীটনাশকের প্রভাব দেখা হয়েছে। 

 গবেষকেরা সেই ডেটা ব্যবহার করে দেখেছে, কীভাবে বিভিন্ন  কেমিক্যালের মিশ্রণ পরাগায়নকারী পোকামাকড়কে প্রভাবিত করে। 

 গবেষকেরা বলছেন, যে সব বাণিজ্যিক ফর্মুলাতে বিভিন্ন কেমিক্যালের  ব্যবহার হয় তাঁদের এখন লাইসেন্সের প্রয়োজন। 

 ২০১৬ সালে একটি গবেষণায় দেখা গেছে, যে সব মৌচাকে বেশি কীটনাশক পাওয়া গেছে সেখানে মৌমাছির মৃত্যুর হার বেশি। 

এই গবেষণার দিয়েছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রফেসর ড. হ্যারি সিভিটার বলেন, যদি আপনার মৌচাকে এক ধরনের কীটনাশক থাকে তাহলে সেটি ১০ শতাংশ মৌমাছির মৃত্যুর কারণ হতে পারে। আরেকটি কীটনাশক থাকলে সেটি আরও ১০ শতাংশ মৌমাছির মৃত্যুর কারণ হতে পারে। অর্থাৎ দুটি কীটনাশক থাকলে ২০ শতাংশ মৌমাছির মৃত্যু হতে পারে। কিন্তু আরও কীটনাশক ব্যবহার হলে এই মৃত্যুর হার ৩০ থেকে শতাংশ হতে আরে। 

সিভিটারের মতে, এই সব কীটনাশকের লাইসেন্স দেওয়ার জন্য এই সব কেমিক্যালের  মিথস্ক্রিয়া বিবেচনা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত