কৌশল বাড়াতে হবে কৃষি কূটনীতির
সরকার তার শাসনামলে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে। বৈশ্বিক জলবায়ু কূটনীতি, কৃষি কূটনীতি, অর্থনৈতিক ও সামরিক কূটনীতিতে কৌশলী অবস্থানের জন্য সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সরকার কৃষি অর্থনীতিকে কূটনীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত করেছে, যা থেকে দেশের জনগণ খুব লাভবান হয়েছে।