মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার সুস্বাদু আমের ঘ্রাণ শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সুভাস ছড়াচ্ছে ভিনদেশেও। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে বহুবার। আমের শক্তির ওপর ভর করে টিকে আছে এই জেলার অর্থনীতি। চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় আমগাছে ফুটেছে সোনালি মুকুল। অনেক গাছে আমের গুটিও আসতে শুরু করেছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৫ হাজার মেট্রিকটন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে এই জেলায় প্রায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এই হিসাবে এবার জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিকটন আম। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল ৪ লাখ ২৫ হাজার মেট্রিকটন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলাতেই কম-বেশি আমের চাষ হয়। তবে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জের একাধিক আমবাগান ঘুরে দেখা গেছে, বাগানের সারি সারি গাছে আমের মুকুল ফুটতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগানমালিকেরা। ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উৎপাদন হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষিজমিতে বাড়ছে আমের আবাদ। আম্রপালি, ফজলি, ক্ষীরসাপাতি, ল্যাংড়া, গোপালভোগসহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে উঠেছে। সম্প্রতি জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ফজলি আম। এ কারণে আম রপ্তানির পরিমাণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে এখানে আম চাষ হতো ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে। ২০২৩ সালে এসে তা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬০৪ হেক্টরে। ১৬ বছরে আম চাষে জমি বেড়েছে প্রায় ১৬ হাজার হেক্টর। যুক্তরাজ্য, ইতালি, সুইডেন, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি হচ্ছে। উৎপাদিত আম বেচাকেনায় এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি চাঙা হয়ে ওঠে। আমভিত্তিক ব্যবসা-বাণিজ্য গোটা এলাকার গ্রামীণ অর্থনীতিতে নিয়ে আসে পরিবর্তন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, চলতি বছর আমের মুকুল কিছুটা কম হলেও উৎপাদনে প্রভাব পড়বে না। দামে পুষিয়ে নেবেন কৃষকেরা। গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৫ হাজার টন বেশি হয়ে উৎপাদন দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার মেট্রিকটন। ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি চাষিরাও বেশ খুশি হবেন।
আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার সুস্বাদু আমের ঘ্রাণ শুধু দেশেই সীমাবদ্ধ নেই, সুভাস ছড়াচ্ছে ভিনদেশেও। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে বহুবার। আমের শক্তির ওপর ভর করে টিকে আছে এই জেলার অর্থনীতি। চলতি মৌসুমে জেলার বিভিন্ন উপজেলায় আমগাছে ফুটেছে সোনালি মুকুল। অনেক গাছে আমের গুটিও আসতে শুরু করেছে। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৫ হাজার মেট্রিকটন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে এই জেলায় প্রায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এই হিসাবে এবার জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিকটন আম। গত মৌসুমে জেলায় আম উৎপাদন হয়েছিল ৪ লাখ ২৫ হাজার মেট্রিকটন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলাতেই কম-বেশি আমের চাষ হয়। তবে সবচেয়ে বেশি আম উৎপাদন হয় শিবগঞ্জ উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জের একাধিক আমবাগান ঘুরে দেখা গেছে, বাগানের সারি সারি গাছে আমের মুকুল ফুটতে শুরু করেছে। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগানমালিকেরা। ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিক ভিত্তিতে প্রায় সব জাতের আমের উৎপাদন হচ্ছে। লাভজনক হওয়ায় প্রতিবছর কৃষিজমিতে বাড়ছে আমের আবাদ। আম্রপালি, ফজলি, ক্ষীরসাপাতি, ল্যাংড়া, গোপালভোগসহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে উঠেছে। সম্প্রতি জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে ফজলি আম। এ কারণে আম রপ্তানির পরিমাণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে এখানে আম চাষ হতো ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে। ২০২৩ সালে এসে তা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬০৪ হেক্টরে। ১৬ বছরে আম চাষে জমি বেড়েছে প্রায় ১৬ হাজার হেক্টর। যুক্তরাজ্য, ইতালি, সুইডেন, কুয়েতসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি হচ্ছে। উৎপাদিত আম বেচাকেনায় এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি চাঙা হয়ে ওঠে। আমভিত্তিক ব্যবসা-বাণিজ্য গোটা এলাকার গ্রামীণ অর্থনীতিতে নিয়ে আসে পরিবর্তন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, চলতি বছর আমের মুকুল কিছুটা কম হলেও উৎপাদনে প্রভাব পড়বে না। দামে পুষিয়ে নেবেন কৃষকেরা। গত বছরের তুলনায় এ বছর প্রায় ২৫ হাজার টন বেশি হয়ে উৎপাদন দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার মেট্রিকটন। ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি চাষিরাও বেশ খুশি হবেন।
একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।
৪ মিনিট আগেনাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগে