মিষ্টি তৈরিতে বিষাক্ত রং ২ দোকানিকে জরিমানা
চট্টগ্রামের রাউজানে প্রসিদ্ধ মিষ্টির দোকান হিসেবে পরিচিত ‘শ্যামা মিষ্টি ঘর’ ও ‘শাহেন শাহ মিষ্টি ভান্ডার’। এসব দোকানে দিনেই বিক্রি হয় প্রায় ৩০০ কেজি মিষ্টি। এলাকায় প্রসিদ্ধ হয়েও এই দুই দোকানের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ হলো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা এবং দাম বেশি রাখা হয়।