Ajker Patrika

ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৭
ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় একমাত্র আসামি মো. মহসিনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন পলাতক রয়েছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামি মহসিনের সঙ্গে নিহত আনিছুর রহমান আজাদের ভাগনে মো. রিয়াদ হোসেন টিটুর পূর্ব থেকে বিরোধ ছিল। ২০১৯ সালের ৮ জুলাই বিকেলে মহসিন একটি ধারালো দা নিয়ে টিটুর ওপর আক্রমণ করে। খবর পেয়ে তাঁর মামা আজাদ তাঁকে বাঁচাতে গেলে মহসিনের দায়ের আঘাতে আজাদ গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় মহসিনকে আসামি করে হত্যা মামলা করেন।

একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় একমাত্র আসামি মহসিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাভোগের আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত