Ajker Patrika

ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১২
ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ

বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘ষড়যন্ত্র’ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রার্থী। গতকাল বৃহস্পতিবার নগরীর ঝাউতলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটের দিন রাত ৯টায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আমাকে বিজয়ী ঘোষণা করেন। আমি ভোট পেয়েছিলাম ৬ হাজার ২০৫টি। নিকটতম প্রার্থী পেয়েছিলেন ৬ হাজার ৬৬ ভোট। এ ফলাফল ঘোষণার ভিডিও রেকর্ড করা আছে। বিজয়ী ঘোষণার পর আমি ও আমার সমর্থকেরা বিজয়ী মিছিল করে বাড়িতে চলে আসি। পরে রাত ১২টায় জানতে পারি, ফলাফল পাল্টে নিকটতম প্রার্থীকে ৬ হাজার ১৬৬ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পরে জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।’

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী আরও বলেন, ‘ভোটে ফেল করলে আপনাদের সামনে আসতাম না। আমাকে এভাবে অপমানের কারণ জানতে চাই। চক্রান্তকারীদের বিচার করে পুনরায় নির্বাচনের সঠিক ফলাফল ঘোষণা যেন করা হয়।’

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এবং চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘ভুল টাইপ করায় বলতে গিয়ে ভুল হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফল যোগ করে সঠিক ফলাফল ঘোষণা করা হয়েছে।’

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে বুড়িচং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত