Ajker Patrika

সীমানা জটিলতায় নির্বাচন আটকে আছে ১২ বছর

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৫
সীমানা জটিলতায় নির্বাচন আটকে আছে ১২ বছর

লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।

কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।

এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।
সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।

সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’

দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত