Ajker Patrika

জনপ্রিয় হচ্ছে একসঙ্গে ভুট্টা ও শাকের আবাদ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫২
Thumbnail image

চাঁদপুরের কচুয়া উপজেলায় একই জমিতে ভুট্টা ও শাক চাষ জনপ্রিয় হচ্ছে। এর আগে দেশের বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে চাষাবাদ করে লাভের মুখ দেখেছেন কৃষক। উপজেলা কৃষি কার্যালয়ের মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের উৎসাহে ভুট্টা ও শাক চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষক। ভুট্টার সঙ্গে স্বল্পমেয়াদি শাক হিসেবে চাষ করা হয় লালশাক, ডাঁটাশাক, পালংশাক এবং মুগ, সরিষা, খেসারিসহ নানা ধরনের শাক।

উপজেলার করইশ গ্রামের কৃষক আইয়ুব মিয়া একই জমিতে আন্তঃফসল হিসেবে ভুট্টা, লালশাক, ধনিয়া, মুলা উৎপাদন করছেন। ইতিমধ্যে জমি থেকে কয়েক দফা লালশাক এবং ধনিয়া বিক্রি করেছেন তিনি। তাঁর মতে, এটি আর্থিকভাবে বেশ লাভজনক চাষাবাদ পদ্ধতি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক অবস্থায় দুই গাছের মধ্যবর্তী স্থানের ফাঁকা জায়গা জায়গার সুযোগটা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদি শাকসবজি চাষ করা সম্ভব। এই পদ্ধতিতে কৃষকের বিঘাপ্রতি পাঁচ থেকে ছয় হাজার টাকা অতিরিক্ত আয় করা যাবে। উপজেলায় প্রায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়। এই পদ্ধতি কৃষকের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত