Ajker Patrika

কালভার্টের নিচে মিলল অজ্ঞাত লাশ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৭
কালভার্টের নিচে মিলল অজ্ঞাত লাশ

বুড়িচং উপজেলায় একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারের ডুবাইরচরের ডাক্তার সিরাজুল ইসলামের বাড়ির পাশের একটি কালভার্টের নিচে অজ্ঞাত লাশ পড়ে আছে খবর পায়। বিকেলে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব চৌধূরী ও কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন বলেন, স্থানীয় বাসিন্দারা কালভার্টের নিচে ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন। মৃত ব্যক্তির বয়স ৩৫ থেকে ৪০ হতে পারে। মরদেহটি পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে মৃত্যু হয়েছে। শরীরে পচন ধরেছে। চেহারা চেনা যাচ্ছে না। নমুনা সংগ্রহের জন্য পিআইবি দলকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত