ফেনী প্রতিনিধি
ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলীতে কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শতবর্ষী মসজিদ সংস্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ জোহরের নামাজ পড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।
বিরলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, ১৯০৩ সালে মসজিদটি স্থাপিত হয়। এরপর ১৯৮৭ সালে একবার সংস্কার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়।
কাজী নজরুল ইসলাম আরও জানান, ১৪ শতক জমিতে দ্বিতল মসজিদটি নির্মাণে প্রায় কোটি টাকা খরচ হয়েছে। এর অধিকাংশ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর দিয়েছেন। অল্প কিছু দান নেওয়া হয়েছে স্থানীয়দের কাছ থেকে।
মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক সব আসবাবপত্র। ভেতরে রয়েছে ছয়টি দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মেঝে ও দেয়ালে লাগানো হয়েছে আল্লাহ ও মুহাম্মদ (সা.) লেখা নানা রঙের দামি টাইলস। প্রবেশমুখের দৃষ্টিনন্দন কাঠের দরজাগুলোতে খোদাই করা রয়েছে আল্লাহ ও রাসুলের নাম।
মসজিদ কমিটির সভাপতি আরও জানান, মসজিদটিতে ২ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। রয়েছে সুপ্রশস্ত বারান্দা।
মসজিদের পাশেই রয়েছে অজুর জন্য সুবিশাল পুকুর ও পাকা ঘাট। এ ছাড়া মসজিদ লাগোয়া রয়েছে অজুখানা।
মসজিদটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুফতি তৈয়ব সুলতানি, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ভূঞা প্রমুখ।
ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলীতে কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শতবর্ষী মসজিদ সংস্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ জোহরের নামাজ পড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।
বিরলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, ১৯০৩ সালে মসজিদটি স্থাপিত হয়। এরপর ১৯৮৭ সালে একবার সংস্কার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়।
কাজী নজরুল ইসলাম আরও জানান, ১৪ শতক জমিতে দ্বিতল মসজিদটি নির্মাণে প্রায় কোটি টাকা খরচ হয়েছে। এর অধিকাংশ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর দিয়েছেন। অল্প কিছু দান নেওয়া হয়েছে স্থানীয়দের কাছ থেকে।
মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক সব আসবাবপত্র। ভেতরে রয়েছে ছয়টি দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মেঝে ও দেয়ালে লাগানো হয়েছে আল্লাহ ও মুহাম্মদ (সা.) লেখা নানা রঙের দামি টাইলস। প্রবেশমুখের দৃষ্টিনন্দন কাঠের দরজাগুলোতে খোদাই করা রয়েছে আল্লাহ ও রাসুলের নাম।
মসজিদ কমিটির সভাপতি আরও জানান, মসজিদটিতে ২ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। রয়েছে সুপ্রশস্ত বারান্দা।
মসজিদের পাশেই রয়েছে অজুর জন্য সুবিশাল পুকুর ও পাকা ঘাট। এ ছাড়া মসজিদ লাগোয়া রয়েছে অজুখানা।
মসজিদটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুফতি তৈয়ব সুলতানি, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ভূঞা প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫