Ajker Patrika

কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মসজিদ পুনর্নির্মাণ

ফেনী প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৩
কোটি টাকা ব্যয়ে শতবর্ষী মসজিদ পুনর্নির্মাণ

ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলীতে কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন শতবর্ষী মসজিদ সংস্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। ফেনী জামেয়া রশীদিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল্লাহ জোহরের নামাজ পড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধন করেন।

বিরলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন, ১৯০৩ সালে মসজিদটি স্থাপিত হয়। এরপর ১৯৮৭ সালে একবার সংস্কার করা হয়। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়।

কাজী নজরুল ইসলাম আরও জানান, ১৪ শতক জমিতে দ্বিতল মসজিদটি নির্মাণে প্রায় কোটি টাকা খরচ হয়েছে। এর অধিকাংশ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক দানবীর দিয়েছেন। অল্প কিছু দান নেওয়া হয়েছে স্থানীয়দের কাছ থেকে।

মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক সব আসবাবপত্র। ভেতরে রয়েছে ছয়টি দৃষ্টিনন্দন ঝাড়বাতি, মেঝে ও দেয়ালে লাগানো হয়েছে আল্লাহ ও মুহাম্মদ (সা.) লেখা নানা রঙের দামি টাইলস। প্রবেশমুখের দৃষ্টিনন্দন কাঠের দরজাগুলোতে খোদাই করা রয়েছে আল্লাহ ও রাসুলের নাম।

মসজিদ কমিটির সভাপতি আরও জানান, মসজিদটিতে ২ হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন। রয়েছে সুপ্রশস্ত বারান্দা।

মসজিদের পাশেই রয়েছে অজুর জন্য সুবিশাল পুকুর ও পাকা ঘাট। এ ছাড়া মসজিদ লাগোয়া রয়েছে অজুখানা।

মসজিদটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মুফতি তৈয়ব সুলতানি, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন, ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন ভূঞা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত