নারায়ণগঞ্জে বাবা-মার সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুলে নিয়ে গিয়ে মাহাবুব আলম (৩০) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। তাঁর বাবা, মা, তার দুই ভাইয়ের সামনেই তাঁকে পিটিয়ে, কুপিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।