Ajker Patrika

ফটিকছড়িতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭: ৩৬
ফটিকছড়িতে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদে তারাবিহ নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মো. মাসুদ মির্জা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বালুটিলা এলাকার আকতারের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার সাবেক সেনাসদস্য মৃত সাইদুর রহমানের ছেলে। তিনি আড়াই বছর আগে প্রবাস থেকে দেশে এসেছেন এবং দুই সন্তানের বাবা। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জানা যায়, শনিবার রাতে উপজেলার বালুটিলা মসজিদে তারাবিহর নামাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল মাসুদ মির্জা (৪০)। এ সময় স্থানীয় ব্যবসায়ী আকতারের দোকানের সামনে গেলে ৫-৬ জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরে নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান ভূজপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন–মো. শামিম, মো. দেলোয়ার হোসেন, আকতার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডা. আনোয়ার হোসেন ও মো. রফিক। ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন–শামীম ও দেলোয়ার। 

স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী বলেন, ‘আমাদের নির্বাচন হয়েছে দেড় বছর আগে। নিহত মাসুদ আমার এবং চেয়ারম্যানের সমর্থক ছিলেন। আকতারের সঙ্গে আমার বিরোধ থাকতে পারে। তবে মাসুদের সঙ্গে না। স্থানীয়রা ঘটনার পর আকতার হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত