Ajker Patrika

নারায়ণগঞ্জ বন্দরে ওয়ার্কশপে ঢুকে হামলা: মালিকের মৃত্যু, বন্ধু সংকটাপন্ন

ঢামেক প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে ওয়ার্কশপে ঢুকে হামলা: মালিকের মৃত্যু, বন্ধু সংকটাপন্ন

নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম জয় (৩০) নামে এক ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু আল আমিন (২৮)। 

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর রুপালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান মিরাজুল। 

হাসপাতালে মিরাজের ছোট ভাই সজিবুল ইসলাম শুভ জানান, এলাকার আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিরাজুল ইসলাম জয়। স্থানীয় চুল্লি রাজু দীর্ঘদিন তাঁর ভাইয়ের দোকান দখল করার চেষ্টা করছেন। মিরাজুলকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে চুল্লি রাজু, বাবু, পিংকি, নাদিম, মানিক, আকিব হোসেনসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে আজ ইফতারের সময় ওয়ার্কশপের ভেতরে ঢুকে জয় ও তাঁর বন্ধু আল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে মিরাজুল মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরাজুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। 

স্বজনেরা জানান, জয়ের বাবার নাম আজহারুল ইসলাম। বর্তমানে বন্দর সালেহ নগর এলাকাতে থাকেন। এক ছেলের জনক ছিলেন জয়। 

আর আল আমানিরে বাবার নাম জাবেদ মিয়া। থাকেন একই এলাকায় বন্দর ঘাটে। অটোরিকশার লাইনম্যানের কাজ করেন আল আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত