ঢামেক প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম জয় (৩০) নামে এক ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু আল আমিন (২৮)।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর রুপালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান মিরাজুল।
হাসপাতালে মিরাজের ছোট ভাই সজিবুল ইসলাম শুভ জানান, এলাকার আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিরাজুল ইসলাম জয়। স্থানীয় চুল্লি রাজু দীর্ঘদিন তাঁর ভাইয়ের দোকান দখল করার চেষ্টা করছেন। মিরাজুলকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে চুল্লি রাজু, বাবু, পিংকি, নাদিম, মানিক, আকিব হোসেনসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে আজ ইফতারের সময় ওয়ার্কশপের ভেতরে ঢুকে জয় ও তাঁর বন্ধু আল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে মিরাজুল মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরাজুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আল আমিনের অবস্থা আশঙ্কাজনক।
স্বজনেরা জানান, জয়ের বাবার নাম আজহারুল ইসলাম। বর্তমানে বন্দর সালেহ নগর এলাকাতে থাকেন। এক ছেলের জনক ছিলেন জয়।
আর আল আমানিরে বাবার নাম জাবেদ মিয়া। থাকেন একই এলাকায় বন্দর ঘাটে। অটোরিকশার লাইনম্যানের কাজ করেন আল আমিন।
নারায়ণগঞ্জ বন্দর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম জয় (৩০) নামে এক ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু আল আমিন (২৮)।
সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বন্দর রুপালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান মিরাজুল।
হাসপাতালে মিরাজের ছোট ভাই সজিবুল ইসলাম শুভ জানান, এলাকার আয়মান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিরাজুল ইসলাম জয়। স্থানীয় চুল্লি রাজু দীর্ঘদিন তাঁর ভাইয়ের দোকান দখল করার চেষ্টা করছেন। মিরাজুলকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে চুল্লি রাজু, বাবু, পিংকি, নাদিম, মানিক, আকিব হোসেনসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে আজ ইফতারের সময় ওয়ার্কশপের ভেতরে ঢুকে জয় ও তাঁর বন্ধু আল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে এলে মিরাজুল মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মিরাজুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আল আমিনের অবস্থা আশঙ্কাজনক।
স্বজনেরা জানান, জয়ের বাবার নাম আজহারুল ইসলাম। বর্তমানে বন্দর সালেহ নগর এলাকাতে থাকেন। এক ছেলের জনক ছিলেন জয়।
আর আল আমানিরে বাবার নাম জাবেদ মিয়া। থাকেন একই এলাকায় বন্দর ঘাটে। অটোরিকশার লাইনম্যানের কাজ করেন আল আমিন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫