Ajker Patrika

ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৬: ১৩
ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জেরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মান্দারতলা এলাকায় তাঁকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর বেলা দুইটার দিকে তিনি মারা যান।

লুৎফর রহমান ওই গ্রামের নায়েব মণ্ডলের ছেলে। তিনি ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের স্ত্রী ভানু নেছা জানান, একটি বিয়ের বিষয়ে কথা বলতে সকালে তাঁর স্বামী লুৎফর রহমান নিজ বাড়ি থেকে জোড়াপুকুরিয়া এলাকায় আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মান্দারতলা ব্রিজসংলগ্ন কাউসারের দোকানের সামনে এলে ১৫-২০ জন লোক দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরপর ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে দুপুরে তিনি মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, ‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হয়তো ভোঁতা কোনো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। কারণ, তাঁর কিছু হাড়ও ভেঙে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্ত ক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, ওই গ্রামে রাজনৈতিক দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তারের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত