ভারতে সংক্রমণ বাড়ছেই, মোদির বৈঠক
নতুন বছরের শুরু থেকেই ভারতে দৈনিক সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা যায়। এবার তা দেড় লাখ ছাড়াল। আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন, আগের দিনের চেয়ে যা ১২ শতাংশেরও বেশি। এর মধ্যে ২৭ রাজ্যে ওমিক্রনে শনাক্ত বেড়ে হয়েছে ৩ হাজার ৬২৩।