Ajker Patrika

ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি আরও বিপজ্জনক ধরন তৈরি করতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
Thumbnail image

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেতে থাকলে তা আরও বিপজ্জনক ধরন তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

এরই মধ্যে বিশ্বব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন। করোনার এই ধরন কম গুরুতর হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ নিয়ে সতর্ক করা হয়েছে। 

ডব্লিউএইচওর ঊর্ধ্বতন জরুরি সেবা কর্মকর্তা ক্যাথরিন স্মলউড বলেন, ওমিক্রন যত বেশি ছড়াবে, তত বেশি এটি প্রতিলিপি করবে। ফলে একটি নতুন ধরন তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। 

ইউরোপে এখন পর্যন্ত ১০ কোটির বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ২০২১ সালের শেষ সপ্তাহেই ইউরোপে ৫০ লাখের বেশি করোনা শনাক্ত করা হয়েছে। 

এ নিয়ে স্মলউড বলেন, ‘আমরা অতীতে যা দেখেছি তা এর তুলনায় খুবই কম ছিল।’ তিনি বলেন, ‘আমরা একটি খুব বিপজ্জনক পর্যায়ে আছি, আমরা পশ্চিম ইউরোপে সংক্রমণের হার খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখতে পাচ্ছি।’ 

ব্রিটেনে ওমিক্রন সংক্রমণের কারণে হাসপাতালে রোগী বেশি ভর্তি হওয়ায় স্টাফের সংকট দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো যুক্তরাজ্যে এক দিনে ২ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত