Ajker Patrika

ফ্রান্সে প্রথমবারের মতো এক দিনে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
ফ্রান্সে প্রথমবারের মতো এক দিনে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত 

ফ্রান্সে গত এক দিনে রেকর্ড ৩ লাখ ৩২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানায়, ফ্রান্সে প্রথমবারের মতো ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো। এর আগে গত মঙ্গলবার ফ্রান্সে ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল।

গতকাল বুধবার ফ্রান্সে ২ হাজার ৪৮৩ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩৯৬ জন আইসিইউতে রয়েছে। 

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে ফ্রান্সে ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেছেন, তাঁর দেশে যাঁরা করোনাভাইরাসের টিকা নেয়নি, তাঁদের জীবন কঠিন করে তুলতে চান তিনি। 

ফরাসি প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর গতকাল বুধবার ফ্রান্সের ৬৬ হাজার বাসিন্দা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন। এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। 

ফ্রান্সে এখন পর্যন্ত ৫০ লাখ মানুষ ভ্যাকসিন নেননি। এদের মধ্যে ২০ শতাংশ মানুষ করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় ১ লাখ ২৪ হাজার ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত